বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে-বানিজ্য মন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
ভোলা-চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে-বানিজ্য মন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি :বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,শিগগিরই ভোলা-চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নতী করা হবে।
বৃহস্পতিবার (২ আগষ্ট) দুপুরে ভোলার চরফ্যাশনে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী এসময় আরো বলেন, বিএনপি কোনো রাজনীতি পায় না, তাই তারা সড়ক দূর্ঘটনা নিয়ে রাজনীতি করছে। সড়ক দুর্ঘটনা মানবিক ব্যাপার, এখানে রাজনীতি টানা কারো উচিত নয়। যে দুই চালক শিক্ষার্থীদের হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এতে কোনো আপোষ নেই।
এদিন চরফ্যাশন পৌরসভার অর্থায়নে চরফ্যাশন কুলসুমবাগ সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কের পাশের ৩ একর জায়গায় ২০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের বৃহৎ আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করেন মন্ত্রী। এরপর তিনি সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশ সুপার মোকতার হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ভোলা বাসমালিক সমিতির সভাপতি মো. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচন পরিচালনা করবে এবং সে নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই জয়লাভ করবে। ভোলার ৪টি আসনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।
সমাবেশে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভোলা হবে একটি সৃমদ্ধ জেলা। আগামীতে চরফ্যাশনকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে।
পরে চরফ্যাশনের অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও দক্ষিণ আইচা থানার নতুন বিদ্যূৎ সংযোগ উদ্বোধন করেন মন্ত্রী।