বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শাওনের উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে তজুমদ্দিন ছাত্র কল্যাণ।। লালমোহন বিডিনিউজ
শাওনের উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে তজুমদ্দিন ছাত্র কল্যাণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বর্তমান সাংসদ ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে ঢাকাস্থ তজুমদ্দিন ছাত্র কল্যাণ সংসদের নেতৃবৃন্দ।
এসময় তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লালমোহন তজুমদ্দিনের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিয়ে নূরুন্নবী চৌধুরী শাওন কে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।
তজুমদ্দিন ছাত্র কল্যাণ সংসদের সভাপতি আতিকুর রহমান শাকিল ও সাধারণ সম্পাদক মমিন উদ্দিন সহ সংগঠনের উপদেষ্টাদের নেতৃত্বে সদস্যরা তজুমদ্দিনের বিভিন্ন গ্রাম ওয়ার্ড পর্যায়ে নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।
ছাত্র কল্যাণের সদস্যরা জানান, আগামী ৩০ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন কে বিজয়ী করতে ছাত্র কল্যাণ নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় নেমেছেন। নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাবেন তারা।