মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌকা প্রতীকের প্রচার শুরু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌকা প্রতীকের প্রচার শুরু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: আসন্ন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জাঁকজমকপূর্ণ জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌকা প্রতীকের প্রচার শুরু করেছেন ভোলা-৩ আসনের প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। লালমোহন উপজেলার পৌর ৬নং ওয়ার্ডের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ১১ ডিসেম্বর রাত সাড়ে আটটায় প্রচার অনুষ্ঠানের শুভ উদ্বোধনকালে এমপি শাওন বলেন, প্রিয় এলাকাবাসী, আজ থেকে আসন্ন নির্বাচনে নৌকা মার্কার প্রচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আপনারা যারা কর্মী ও সমর্থক রয়েছেন, তারা সবাই নিজ নিজ অবস্থানে থেকে শান্তিপূর্ণ প্রচার করবেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ফিরিস্তি ভোটারদের কাছে তুলে ধরবেন। জননেত্রীর নৌকা মার্কায় ভোট চাইবেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাওন বলেন, নির্বাচনী বিধিমালা মেনে ভোট চাইবেন। নৌকা মার্কার কোনো কর্মী দ্বারা যেনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়। তিনি বলেন, কোনোভাবেই ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা যাবে না। এসময় ঢাকা থেকে আগত একঝাঁক শিল্পীর মনমাতানো গানে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সম্পাদক সফিকুল ইসলাম বাদল, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সেক্রেটারি আমিনুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।