শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আপিলে বাতিল হলো খালেদা জিয়ার মনোনয়ন।। লালমোহন বিডিনিউজ
আপিলে বাতিল হলো খালেদা জিয়ার মনোনয়ন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : অবশেষে আপিলেও বাতিল হলো কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন। মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলও সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার খালেদার মনোনয়ন বৈধ বলে রায় দিলেও প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য তিন কমিশনার আপিলের বিরুদ্ধে রায় দেন।
এতে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে তিনটি আসনেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়ে যায়।
শনিবার ৮ডিসেম্বর দুপুরে দুই পক্ষের উত্তেজনার মধ্যে খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর শুনানি শেষে বিকালে রায় দেয়ার কথা জানায় কমিশন।
একাদশ সংসদ নির্বাচনে লড়তে ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়। কিন্তু গত ২রা ডিসেম্বর যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল বলে সিদ্ধান্ত দেন।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা।