শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন ও তজুমদ্দিনে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন ও তজুমদ্দিনে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা প্রতিককে জয়ের লক্ষে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিএনপির সহস্রাধিক নেতাকর্মী স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের হাত ধরে আওয়ামীলীগে যোগদান করেছেন।
শুক্রবার ৭ ডিসেম্বর সারাদিন লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের আয়োজনে উঠান বৈঠক, অফিস উদ্বোধন, আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয়ী করার প্রত্যয়ে স্থানীয় বিএনপির এসকল নেতাকর্মীগণ আওয়ামীলীগে যোগদান করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শাওন বলেন, আমি এ এলাকার সন্তান। লালমোহন ও তজুমদ্দিনের ৫লক্ষ জনতাই আমার পরিবার। তাই তাদের কাছে ভোট চাওয়া এবং পাওয়ার অধিকার আমার আছে।
আমি এ এলাকায় যে পরিমান উন্নয়ন করেছি মেজর হাফিজ বিগত তার অর্ধেকও করতে পারেননি। আমি মেজর হাফিজের মত অতিথি পাখি নই। আমি এ এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমুহের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।