বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিএনপি প্রার্থী মেজর হাফিজ আসলে তাকে স্বাগত জানানো হবে- এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিএনপি প্রার্থী মেজর হাফিজ আসলে তাকে স্বাগত জানানো হবে- এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে বিএনপি প্রার্থী মেজর হাফিজ জনরোষের ভয়ে এলাকায় আসতে না পেরে আমার বিরুদ্ধে বিষাদাগার করেছে বলে মন্তব্য করেন আওয়ামীলীগ দলীয় প্রার্থী এমপি শাওন। গত ৬ ডিসেম্ভর সকাল ১০ টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডে মোবারক হাওলাদার বাড়ীতে এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন বিএনপি প্রার্থী মেজর হাফিজের আত্বীয় স্বজন সহ তার দলীয় নেতাকর্মীরা ধানের শীষ ত্যাগ করে নৌকার পালে উঠেছে। লালমোহন ও তজুমুদ্দিনের লোকজন জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়ে যে উন্নয়ন করিয়েছেন তাতে খুশি হয়ে বিএনপির লোকজন আমার দলে এসে নৌকার পক্ষে কাজ করছে। প্রতিদিন বিএনপির শত শত নেতাকর্মী নৌকায় যোগদান করছে উল্লেখ করে তিনি বলেন, মেজর হাফিজ ২৩ বছরের শাসনে লালমোহন ও তজুমুদ্দিনে কোন উন্নয়ন করেন নি। তিনি ২৩ বছর সন্ত্রাস করে এ আঞ্চলকে অশান্ত করে রাখলেও গত ১০ বছরে আমি সন্ত্রাস চাদাঁবাজি বন্ধ করে এখানে শান্তির এলাকায় পরিনত করেছি।মেজর হাফিজ তার দলের অভ্যন্তরীন ক্রোন্দলের কারনে এলাকায় আসতে না পেরে ঢাকায় বসে টিভিতে আমার বিরুদ্ধে বিষাদাগার করছে। এমপি শাওন বলেন, আমি চাই লালমোহনে একটি সুন্দর নির্বাচন হউক। জনগনের প্রতি আমার পূন্য আস্থা আছে। আমি ফাকাঁমাঠে গোল দিতে চাইনা। তিনি আরো বলেন বিএনপির প্রার্থী ইচ্ছে করেই গত ৮ বছরে কোন ঈদ কোরবানীতেও এলাকায় আসেন নি। এজন্য তার দলীয় নেতাকর্মীরাই তাকে প্রত্যাখান করে আমার সাথে চলে এসেছে। একসময়ের বিএনপির ঘাটি বলে খ্যাত নয়ানী গ্রাম আজ নৌকার ঘাটিতে পরিনত হয়েছে । তিনি আগামী ৩০ ডিসেম্ভর একাদশ নির্বাচনে নেীকাকে বিশাল ব্যাবধানে বিজয় করতে নেতাকর্মীদের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইচ চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পদক দিদারুল ইসলাম অরুন. সহ সভাপতি আঃ মালেক,সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্বাস সহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।