বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তরুণ ভোটাররা ভোট দিয়ে জালিম শাহীর পতন ঘটাবে–রিজভী।। লালমোহন বিডিনিউজ
তরুণ ভোটাররা ভোট দিয়ে জালিম শাহীর পতন ঘটাবে–রিজভী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে কমিশনের আওয়ামী চেহারা তত উন্মোচিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার ৫ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, এইচটিইমাম সরকারের সকল অপকর্মের হোতা। ছেলে তানভীর ইমামকে দিয়ে উল্লাহপাড়ায় তাণ্ডব চালাচ্ছে।
তিনি বলেন, নুরুল হুদার কমিশন আওয়ামী লীগ নেতার ন্যায় কাজ করছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করছে না।
তিনি আরও বলেন, রেজা কিবরিয়ার মনোনয়ন পত্র ৫০০০ টাকার জন্য বাতিল হলেও এককোটি টাকা ঋণ থাকলেও মাহি বি চৌধুরির মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিজভী বলেন, ইসি সচিব নিজের নিরাপত্তা দাবি করলেও জনগনের নিরাপত্তা নিয়ে ভাবছেন কিনা প্রশ্ন। জনপ্রশাসন ও পুলিশে নৈতিক কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এখনও আছে আশা প্রকাশ।
তরুণ ভোটাররা ভোট দিয়ে জালিম শাহীর পতন ঘটাবে উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করতে ও বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দিতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে।
নির্বাচন কমিশনের কোমরে সরকারি তাণ্ডবে বাধা দেয়ার জোড় নেই বলেও মন্তব্য করেন রিজভী।