সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | মনপুরা | রাজনীতি | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিএনপি’র আলোচনা সভায় হামলা, মটরসাইকেলে অগ্নিসংযোগ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বিএনপি’র আলোচনা সভায় হামলা, মটরসাইকেলে অগ্নিসংযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আসলামপুর গ্রামে বিএনপি’র আলোচনা সভায় হামলা ও ৩টি মটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে আ’লীগের নেতাকর্মীরা। এতে অন্তত বিএনপি’র ৫ নেতাকর্মী আহত হয়েছে।
সোমবার(২৬নভেম্বর) সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আসলামপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাওঃ রফিকুল ইসলাম আসলামী অভিযোগ করে বলেন, বিএনপি’র সাবেক এমপি ও ভোলা-৪ চরফ্যাশন মনপুরা এলাকা থেকে বিএনপি’র মনোনিত প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন তালুকদারের বাড়ীতে সকাল ৮টায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ছাত্রলীগ নেতা সোহেলের নেতৃত্বে ৩০/৪০জন আ’লীগ নেতাকর্মী হামলায় চালায়। এতে বিএনপি’র ৫ নেতাকর্মী আহত হয়। এসময় হামলাকারীরা ৩টি মটরসাইকেলেও অগ্নিসংযোগ করে বলে জানান তিনি।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া অভিযোগ করে বলেন, আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের আগমন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে বিএনপি’র নেতাকর্মীদের মারধর করে বিএনপি’র ৫ নেতাকর্মীকে আহত করা সহ ৩টি মটরসাইকেলে অগ্নিসংযোগ করে তারা।
এদিকে এ হামলায় অভিযোগ অস্বীকার করে চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে হামলার ঘটনা ঘটে। এঘটনার সাথে আওয়ামীলীগের কেউ জড়িত নয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু,এনামুল হক জানান, হামলার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এঘটনায় এখন পযর্ন্ত কোন মামলা বা কেউ অভিযোগ দায়ের করেননি।