রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-৩, নেীকার প্রার্থী শাওন, নেতাকর্মীদের আনন্দ উচ্ছাস।।লালমোহন বিডিনিউজ
ভোলা-৩, নেীকার প্রার্থী শাওন, নেতাকর্মীদের আনন্দ উচ্ছাস।।লালমোহন বিডিনিউজ
মিজানুর রহমান লিপু : ভোলা- ৩, লালমোহন ও তজুমুদ্দীন আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন। শাওন মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেক দিন ধরে, শাওন আবারো আওয়ামীলীগের মনোনয়ন পাচ্ছেন এমন চাউর থাকলেও রবিবার আনুষ্ঠানিক ভাবে দলীয় মনোনয়ন পেপার হাতে পাওয়ায় দুই উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা মিষ্টি বিতরন, আনন্দ শোভাযাত্রা, আতশবাজি ফুটিয়েছে। এদিকে এলাকার নেতাকর্মীরা এ আসনে শাওনকে পূনরায় দলীয় মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন । তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বরের ভোটে ব্যালটের মাধ্যমে নেীকার বিজয় নিশ্চিত করে এমপি শাওন আবারো সংসদে যাবে। এদিকে দলীয় মনোনয়ন পেপার হাতে নিয়ে এমপি শাওন লালমোহনের উদ্দেশ্যে ঢাকা থেকে লঞ্চযোগে রওনা হয়েছেন বলে দলীয় সুত্রে খবর পাওয়া গেছে। ধারনা করা হয়, সোমবার সকালে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাকে লালমোহন লঞ্চঘাটে স্বাগত জানাবে ।