রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » নৌকার মাঝি হলেন শাওন: আনন্দে দিশেহারা লালমোহন-তজুমদ্দিন বাসি।।লালমোহন বিডিনিউজ
নৌকার মাঝি হলেন শাওন: আনন্দে দিশেহারা লালমোহন-তজুমদ্দিন বাসি।।লালমোহন বিডিনিউজ
সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন প্রতিনিধি: দীর্ঘদিনের নানা জল্পনা কল্পনা ও প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভোলা-৩ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। দলীয় হাই কমিশন থেকে আজ সকাল ১০ ঘটিকায় তার হাতে চূড়ান্ত মনোনয়নের কাগজ তুলে দেওয়া হয়। তরুণ এই নেতার মনোনয়নের খবর পেয়ে লালমোহন তজুমদ্দিনের প্রতিটি পাড়া মহল্লা মিছিলে মিছিলে মুখরিত হয়। চারদিক থেকে স্লোগানের আওয়াজ আসে ‘ভোলা-৩ আসনের মাটি শেখ হাসিনার ঘাঁটি শাওন ভাইয়ের ঘাঁটি ভোলা-৩ আসনের মাটি’। নেতাকর্মীরা এসময় সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। অপরদিকে, মনোনয়নের খুশির সংবাদ নিয়ে ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দ্যেশ্যে আজ সন্ধ্যায় লঞ্চ যোগে রওয়ানা হবেন সাংসদ শাওন। জানা যায়, সাংসদ শাওনের ভোলায় আগমন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য নেতাকর্মীরা অন্যরকম সাজ সজ্জায় প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীরা নূরুন্নবী চৌধুরী শাওন কে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে বিজয়ী করার জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন মূলক নানা কর্মকান্ডের কথা তাদের কাছে তুলে ধরছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন এমপি শাওন বিগত দিনে যেসকল উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পন্ন করে সাধারণ মানুষের পাশে থেকেছেন এ ধারা অব্যাহত রাখতে সকলে আবারো নৌকা প্রতীকে ভোট দিবেন এবং এমপি শাওন কে তৃতীয় বারের মতো বিপুল ভোটে নির্বাচিত করবেন।