বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অগ্রণী ব্যাংকের আনুষ্ঠানিক কৃষি ঋণ বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে অগ্রণী ব্যাংকের আনুষ্ঠানিক কৃষি ঋণ বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : অগ্রণী ব্যাংক লালমোহন উপজেলা শাখার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কৃষি ঋণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ২২ নভেম্বর সকাল ১০টায় উপজেলার চরভুতা ইউনিয়ন পরিষদে এ ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল বিভাগের উপব্যবস্থাপক মিজানুর রহমান।
তিনি কৃষি ঋণের উপকারিতাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লালমোহন শাখার পিও ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভুতা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জান টিটব, সহকারী মহাব্যবস্থাপক ও ভোলা অঞ্চল প্রধান মোঃ হুমায়ূন কবির, লালমোহন শাখার সহকারী ম্যানেজার আবু জাফর সালেহ, চরভুতা ইউনিয়ন আওয়ামী লীগের সিঃ যুগ্ম সম্পাদক আবু মাতাব্বর প্রমুখ। অনুষ্ঠানে দশজন কৃষকের মাঝে বিশ হাজার টাকা করে ঋণ দেয়া হয়।