সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » “দুর্নীতিমুক্ত উন্নয়ন” প্রাধান্য পাবে বিএনপির ইশতিহারে–আমীর খসরু মাহমুদ চৌধুরী।। লালমোহন বিডিনিউজ
“দুর্নীতিমুক্ত উন্নয়ন” প্রাধান্য পাবে বিএনপির ইশতিহারে–আমীর খসরু মাহমুদ চৌধুরী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত উন্নয়নের বিষয়টি প্রাধান্য পাবে। আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ার লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার প্রস্তুত করা হচ্ছে।
১৯ নভেম্বর সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রস্তুত করছে বলে জানিয়ে আমীর খসরু বলেন, যার মূল বিষয়বস্তু হবে দুর্নীতিমুক্ত উন্নয়ন। তাতে থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা।
নির্বাচনের জন্য এখনও সমতল ক্রীড়াভূমি নিশ্চিত করা হয়নি উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘আমরা যে সাত দফা দিয়েছিলাম তার একটিও মানা হয়নি। তার পরও আমরা নির্বাচনে আছি। আশা করছি নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সোমবার সকাল ৯টার কিছু সময় পর শুরু হয় মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার।
এদিন সকালে বরিশাল বিভাগ ও বিকালে খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।
বরিশাল-১ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের প্রার্থী বাছাই কার্যক্রম।
মনোনয়ন বোর্ডে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন নির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।