সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে শস্য কর্তন ও মাঠ দিবস উদযাপন।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে শস্য কর্তন ও মাঠ দিবস উদযাপন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরহানউদ্দিন এর উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস উদযাপিত হয়েছে।
রবিবার ১৮ নভেম্বর বিকেলে পক্ষিয়া ইউনিয়নে নবান্ন উৎসব উপলক্ষ্যে আমন ধান কর্তন করেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দূস।
পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষক আ: বারেক এর ব্রি ধান-৪৯ কর্তন করেন নির্বাহী কর্মকর্তা।
এ সময় তার সাথে ধান কর্তন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুক, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, পক্ষিয়া ইউপির চেয়ারম্যান মোঃ নাগর হাওলাদার প্রমুখ।
পরে কৃষকদের সাথে এক মত বিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, আপনারাই আমাদের খাদ্যের যোগানদাতা। খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি করতে সকলকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে।
এছাড়া শনিবার সন্ধ্যায় নবান্ন উৎসব উপলক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন করা হয়। এরপর পায়েস ও নানান ধরনের পিঠা উৎসব করা হয়।