শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জরিপে বিএনপির চাইতে আওয়ামী লীগ এগিয়ে- ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
জরিপে বিএনপির চাইতে আওয়ামী লীগ এগিয়ে- ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব জরিপ ও সমীক্ষায় বিএনপির চেয়ে জনপ্রিয়তায় অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দুই তিনদিনের মধ্যে আমাদের দলীয় মনোনয়ন ও এক সপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আসন ভাগাভাগিতে আমরা আবারও পরিষ্কার করে দিতে চাই-যিনি জয়ী হবেন, কেবল তাকেই মনোনয়ন দেয়া হবে।
সেতুমন্ত্রী বলেন, জয়ী হবেন না, এমন প্রার্থীকে মনোনয়ন দিয়ে আমরা হারের ঝুঁকি কোনো অবস্থাতেই নেব না।
তিনি বলেন, আমরা আমাদের প্রতিপক্ষকে এত দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছি না। আওয়ামী লীগ এগিয়ে আছে বলেই সুষ্ঠু ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নাশকতা করছে। আমরা ছয় মাস আগেও যেসব জায়গায় পিছিয়ে ছিলাম, এই মুহূর্তে সেই নির্বাচনী এলাকাগুলোতেও এগিয়ে রয়েছি।
‘আমার বিশ্বাস, আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি আওয়ামী লীগিই বিজয়ী হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি বলে ও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।