শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রোববার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার-রিজভী।। লালমোহন বিডিনিউজ
রোববার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার-রিজভী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আগামী রোববার (১৮ নভেম্বর) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে বিএনপি।
শুক্রবার (১৬ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
রিজভী বলেন, “মনোনয়নপ্রত্যাশী যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে ১৮ নভেম্বর। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।”
সাক্ষাতকার গ্রহণের প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বিএনপি।
সাক্ষাৎকার শুরু হবে রংপুর বিভাগের পঞ্চগড় জেলা দিয়ে। বিভাগওয়ারি পরবর্তী সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে।
বিএনপির এ নেতা আরো বলেন, যারা মনোনয়নপ্রত্যাশী কেবল তাদেরই সাক্ষাৎকারে আসতে বলা হয়েছে। জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সেখানে উপস্থিত থাকবেন।
এই সাক্ষাৎকার হবে বিএনপির পার্লামেন্টারি বোর্ডে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাই পার্লামেন্টারি বোর্ডের সদস্য।