মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন কিনলেন মাও. কামাল উদ্দিন।। লালমোহন বিডিনিউজ
ভোলা-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন কিনলেন মাও. কামাল উদ্দিন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১১৭, ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনে মনোনয়ন ক্রয় করেছেন জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ভোলা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাও. মো: কামাল উদ্দিন।
মঙ্গলবার ১৩ নভেম্বর সকালে জাতীয় পার্টির কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সাথে উপস্থিত ছিলেন, ভোলা জেলা জাতীয় পার্টির
সহ-সভাপতি ও লালমোহন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, উপজেলা জাতীয় পার্টির সদস্য মো. আ: রাজ্জাক প্রমূখ।
দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমি দীর্ঘদিন যাবৎ মাও. মো. কামাল উদ্দিন সাহেবের সাথে জাতীয় পার্টিতে আছি। একসাথে চলতে গিয়ে আমি দেখেছি তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং বর্তমানেও করছেন। দলের প্রতি তার ভালবাসা ও কর্মদক্ষতা দেখেই ভোলা জেলা কমিটি তাকে সাংগঠনিক সম্পাদকের পদে আসীন করেছেন। আমার দৃঢ় বিশ্বাস দল তাকে মনোনয়ন দেবে।
মাও. কামাল উদ্দিন বলেন, আমি দলের দূর্দিনে পার্টির জেলা কমিটি ও উপজেলা কমিটির দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছি। তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী ও সমর্থকদের সুযোগ সুবিধায় তাদের পাশে ছিলাম। দলের জন্য পূর্বে কাজ করেছি, করছি এবং ভবিষ্যতে ও করবো। আশা করি দলের শীর্ষ নের্তৃবৃন্দ আমার সার্বিক দিক বিবেচনা করে আমাকে মনোনয়ন প্রদান করবেন।
লালমোহন ও তজুমদ্দিনবাসীর উদ্দেশ্যে মাও. কামাল উদ্দিন বলেন, দলীয় মনোনয়ন পেলে লালমোহন ও তজুমদ্দিনে নদী ভাঙন, শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ, যাবতীয় উন্নয়নমূলক কর্মকান্ডসহ এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।