সোমবার, ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে নেশাগ্রস্থ হয়ে স্ত্রীকে জনতার সামনে মারধর।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে নেশাগ্রস্থ হয়ে স্ত্রীকে জনতার সামনে মারধর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর-৮ নং ওয়ার্ডে ফারুক তার স্ত্রীকে নেশাগ্রস্থ হয়ে জনতার সামনে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পৌর ৮নং ওয়ার্ডের তোফায়েল মাঝির ছেলে ফারুকের বিরুদ্ধে এ অভিযোগ করেন। সোমবার সন্ধ্যায় ফারুকের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, প্রতিদিন রাতে জুয়া খেলে ও নেশাগ্রস্থ হয়ে আমার স্বামী গভীর রাতে ঘরে আসে। আমাকে নেশাগ্রস্থ হয়ে এলো পাতারী মারধর ও শারীরিক নির্যাতন করে। তিনি আরো অভিযোগ করে বলেন, প্রতিরাতে আমাকে নির্যাতনের পর দিনে আমার বাবার বাড়ী থেকে যৌতুক আনতে বলেন। আমি রাজি না হলে আমাকে দিনেও শারীরিক নির্যাতন করে। প্রতিদিন নির্যাতনের শিকার হয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় উপজেলা চত্বরে গন্যমান্য ব্যাক্তিদের কাছে বিচার চাইতে আসলে প্রকাশ্য সেখানে আমাকে এলো পাথারী মারধর করে ও শারীরিক নির্যাতন করেন। এ ব্যাপারে স্থানীয় ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল হোসেন জানান, এব্যাপারে তার কাছে অভিযোগ করলে তিনি অভিযুক্ত ফারুকের এক বার বিচার সালিশ করেছেন। তবে আজ সন্ধ্যার ঘটনাটি তিনি দুঃখ প্রকাশ করেছেন। স্থানীয় লোকজন জানায়, অভিযুক্ত ফারুক নেশাগ্রস্থ হয়ে তাদের সামনে তার স্ত্রীকে এলো পাতারী মারধর করতে দেখেছেন। বিষয়টি স্থানীয় লোকজন সহ ফারুকের স্ত্রী ফাতেমা বেগম আহত অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস‘র কাছে মৌখিক অভিযোগ করেন।