সোমবার, ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ভোলা-৪ আসন থেকে নাজিম উদ্দিন আলমের মনোনয়ন ফরম সংগ্রহ।।লালমোহন বিডিনিউজ
ভোলা-৪ আসন থেকে নাজিম উদ্দিন আলমের মনোনয়ন ফরম সংগ্রহ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলা-৪,চরফ্যাশন-মনপুরা আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলম।
সোমবার(১২নভেম্বর) বিকেল ৪টার দিকে ভোলা-৪,চরফ্যাশন-মনপুরা আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে নাজিম উদ্দিন আলম চরফ্যাশন মনপুরার কয়েক হাজার নেতাকর্মী মিছিলসহকারে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ।
মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সাথে চরফ্যাশন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র আলহাজ¦ আমিনুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন পৌর বিএনপি’র সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সোহেল খান,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবু কালাম আজাদ,সাধারন সম্পাদক হারুনসহ বিএনপি,যুবদল,ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে মিছিল করেন। তারা চেয়ারপারসনের মুক্তির দাবিতে, সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন।