সোমবার, ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » তরুণদের সাথে কথা বলতে “লেটস টক” এ আসছেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
তরুণদের সাথে কথা বলতে “লেটস টক” এ আসছেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : তরুণদের সঙ্গে সরাসরি কথা বলতে ‘লেটস টক’ এ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৬ই নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ‘লেটস টক’ অনুষ্ঠানটি আয়োজন করবে।
অনুষ্ঠানে নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভবিষ্যৎ ভাবনার কথা জানাবেন। একই সঙ্গে তরুণদের জন্য বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন নীতি নির্ধারণ, ভবিষ্যতে উন্নত এক বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা এবং সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে সরাসরি মতামত ও আলোচনার সুযোগ পাবেন এই তরুণেরা।
এ আয়োজনে সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন অংশগ্রহণকারী তরুণ উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা থাকবেন।
এ বিষয়ে সিআরআই-এর সিনিয়র বিশ্লেষক ও সমন্বয়ক ব্যারিস্টার শাহ আলী ফরহাদ জানান, তরুণরা যাতে দেশের নীতি নির্ধারকদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন, সেজন্য সিআরআই নিয়মিত আয়োজন করে আসছে লেটস টক।