রবিবার, ১১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার।। লালমোহন বিডিনিউজ
বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার (১২ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি।
রোববার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পরই এ সিদ্ধান্ত এলো।
বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামীকাল সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। কয়টার সময় শুরু হবে তা এখনও নিশ্চিত নই।’
ফরম জমা দেয়ার সময় অফেরত যোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে। বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।