শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বরিশাল বোর্ড নির্ধারিত এসএসসি পরীক্ষা ২০১৯ ফরম পূরণ ফি।। লালমোহন বিডিনিউজ
বরিশাল বোর্ড নির্ধারিত এসএসসি পরীক্ষা ২০১৯ ফরম পূরণ ফি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল ২০১৯ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ ফি নির্ধারণ করেছে। নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা হলে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। “লালমোহন বিডিনিউজ’র” পাঠকদের জন্য নিম্নে তা তুলে ধরা হল।
বোর্ড কর্তৃক এসএসসি পরীক্ষার ফরম পূরণ ফি জনপ্রতি :
১। মানবিক–নিয়মিত পরীক্ষার্থীর জন্য ব্যবহারিক ও কেন্দ্র ফি সহ সর্বোচ্চ ১৬৩০ টাকা এবং অনিয়মিত ১৭৩০।
২। বিজ্ঞান– নিয়মিত পরীক্ষার্থীর জন্য ব্যবহারিক ও কেন্দ্র ফি সহ সর্বোচ্চ ১৭২০ টাকা এবং অনিয়মিত ১৮২০।
৩। ব্যবসায় শিক্ষা–নিয়মিত পরীক্ষার্থীর জন্য ব্যবহারিক ও কেন্দ্র ফি সহ সর্বোচ্চ ১৬৩০ টাকা এবং অনিয়মিত ১৭৩০।
উল্লেখ, এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(১৫৪) বিষয়ের (শিক্ষার্থী প্রতি) ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ ২৫ টাকা (যার বিভাজন কেন্দ্র ৭ টাকা ও প্রতিষ্ঠান ১৮ টাকা) গ্রহণ করতে পারবেন।
বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর অধিক গ্রহণ করা হলে তাৎক্ষণিক বরিশাল শিক্ষা বোর্ডের ইমেইল- barisalboard@gmail.com তথ্য প্রমাণসহ অভিযোগ পাঠানোর জন্য অভিভাবদের কে অনুরোধ করেছে শিক্ষা বোর্ড।
(সূত্র: বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক ১ নভেম্বর ২০১৮ প্রকাশিত বিজ্ঞপ্তি)।
এছাড়াও জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র প্রদানে কোন প্রকার ফি গ্রহণ না করতে প্রতিষ্ঠান/ প্রতিষ্ঠানের প্রধানগণকে সতর্ক করা হয়েছে।
(সূত্র: বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক ২৮ অক্টোবর ২০১৮ প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি)।
প্রিয় পাঠক, এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় প্রসঙ্গে কোন অভিযোগ থাকলে তা “লালমোহন বিডিনিউজ ডটকম” কে জানাতে পারেন। যোগাযোগ- 01918213242..