শনিবার, ৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিদ্যুৎ ও খাদ্য ঘাটতি নেই-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিদ্যুৎ ও খাদ্য ঘাটতি নেই-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়। জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। শিক্ষা খাতে এ সরকারের সফলতা অপরিসীম। ৩ নভেম্বর শনিবার দুপুরের দিকে চরভুতা ইউনিয়নের ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রামগঞ্জ ইউনিয়নের কর্তার হাট এলাকায় দশ এমভিএ ক্ষমতার পল্লী বিদ্যুতের সাবস্টেশন উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকার আমলে দেশে বিদ্যুৎ ও খাদ্য ঘাটতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে এত বিদ্যুৎ উৎপাদন হয়েছে, এখন আর লোড শেডিং হয়না। আমরা নিয়মিত বিদ্যুৎ পাই। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেখ হাসিনার নৌকায় ভোট দিতে আহবান করেন। এসময় উপস্থিত ছিলেন তজুমুদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন ও মোশারফ হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক আবুল হাসান রিমন প্রমুখ।