শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » শশীভূষণে পানিতে ডুবে শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
শশীভূষণে পানিতে ডুবে শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন : চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুরে আলহাজ্ব আঃ জলিল মিয়ার বাড়ীর পুকুরের পানিতে পড়ে মোঃ সাফওয়ান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। (ইন্নানিল্লাহি ওয়াইন্নালাহি রাজিউন)
শুক্রবার (২নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
সাফওয়ান চরফ্যাসন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের খোকনের ছেলে।
স্থানীয়রা ও নানা মোঃ ওহিদুর রহমান জানান, মায়ের সাথে নানা আলহাজ্ব আঃ জলিল মিয়ার বাড়ীতে বেড়াতে এসে ছোট্র অবুঝ শিশুটি মায়ের চোখের আড়ালে বাড়ীর দরজার পুকুরের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়। শিশু সন্তানের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।