বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সরকারের চাপেই বেগম জিয়াকে সাজা - জয়নুল আবেদীন।। লালমোহন বিডিনিউজ
সরকারের চাপেই বেগম জিয়াকে সাজা - জয়নুল আবেদীন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন সরকারের চাপে মাথা নত করে বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানোর রায় দেয়া হয়েছে।
জয়নুল আবেদীন বলেন, বন্দুকের মুখে রেখে তাকে রায় দেয়ানো হয়েছে। সরকার বিচারিক আদালতকে করায়ত্ত করেছে, উচ্চ আদালতকেও করায়ত্ত করার চেষ্টা করছে। বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ বন্ধ না হলে সারা দেশেই আদালত বর্জনের ঘোষণা দেয়া হবে বলে হঁশিয়ার দেন জয়নুল আবেদীন।
বুধবার (অক্টোবর ৩১) দুপুরে দেশের সর্বোচ্চ আদালতের প্রাঙ্গণে বিক্ষোভ চলাকালে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন দাবি করেন, সাধারণ আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে আদালত বর্জন কর্মসূচিতে যোগ দিয়েছেন। তারাই গেটে তালা দিয়েছেন।
তিনি বলেন, গতকাল রায় ঘোষণা করার সময় ওই আদালতের ডিএজি, এএজি ও সরকার সমর্থক আইনজীবী ছাড়া কোনো সাধারণ আইনজীবীকে ঢুকতে দেয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী আদালতটি ঘিরে রেখেছিল। এটিই প্রমাণ করে চাপে মাথা নত করে এ রায় দেয়া হয়েছে।
জিয়া অরফারেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর রায়ের প্রতিক্রিয়ায় সকাল থেকে আদালত বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করছেন।