শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » একমাসেও খোঁজ মেলেনি লঞ্চ থেকে নদীতে পড়ে যাওয়া লালমোহনের মাদ্রাসা ছাত্রের।। লালমোহন বিডিনিউজ
একমাসেও খোঁজ মেলেনি লঞ্চ থেকে নদীতে পড়ে যাওয়া লালমোহনের মাদ্রাসা ছাত্রের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন বিডিনিউজ : দীর্ঘ ১ মাসেও খোঁজ মেলেনি লঞ্চ থেকে নদীতে পড়ে যাওয়া মো: মামুন (১৮) নামের লালমোহনের এক কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রের।
২৮ সেপ্টেম্বর (শুক্রবার ) ঢাকা থেকে লালমোহনে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে এমভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চে উঠে মামুন। রাত আনুমানিক ১১ টার সময় টয়লেটে যায় এবং পরবর্তীতে হাতমুখ ধোয়ার জন্য লঞ্চের পেছনে গেলে চাদঁপুর এলাকার মেঘনার কাঁচিকাটা নামক স্থানে নদীতে পড়ে যায়। লঞ্চ কর্তৃপক্ষ অনেক খোঁজ করে ও তার সন্ধান পায়নি।
দীর্ঘ ১মাস অতিবাহিত হলে ও এখনো কোন সন্ধান কিংবা লাশের ও খোঁজ মেলেনি । এদিকে পুত্রের খবর জানতে মানুনের পরিবারে চলছে শোকের মাতম।
নিখোঁজ মামুন লালমোহন উপজেলার পূর্ব চরউমেদ দারুল উলুম লিল্লাহ মাদ্রাসা ও এতিমখানার কিতাব বিভাগের ছাত্র। সে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামের অটোচালক মোঃমাহাবুব আলমের ছেলে। সন্তানের খোঁজ না পেয়ে ব্যাপারে লালমোহন থানায় একটি সাধারণ ডায়রী করেন নিখোঁজ মামুনের বাবা। যার নং- ১২০৮ তাং ২৯/৯/১৮ ইং।