বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » কওমি সনদের স্বীকৃতি, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে কওমি বোর্ড।। লালমোহন বিডিনিউজ
কওমি সনদের স্বীকৃতি, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে কওমি বোর্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : কওমি সনদকে মাস্টার্সের সমমানের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হেফাজতের আমীর আল্লামা আহমেদ শফীকে সংবর্ধনা দিচ্ছে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সর্বোচ্চ সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।
আগামী ৫ই নভেম্বর সোহ্রাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা দেয়া হবে। এজন্য বোর্ডের কো- চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীকে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি শিগগিরই বসে সংবর্ধনার কার্যপরিধি নির্ধারণ করবে বলে জানা গেছে।
সংবর্ধনা কমিটির নেতারা জানান, অনুষ্ঠানের সময় নিতে গত সোমবার সন্ধ্যায় সংস্থার চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংবর্ধনার বিষয়টি চূড়ান্ত করা হয়। ৫ই নভেম্বর সকাল ১১টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রী বাদ জোহর অনুষ্ঠানস্থলে আসবেন বলে জানিয়েছেন কমিটি। তার আগে গত রোববার ঢাকার যাত্রাবাড়ীতে আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে বৈঠক করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আল্লামা শাহ্ আহমদ শফীর সভাপতিত্বে ওই বৈঠকে সংবর্ধনা নিয়ে আলোচনা হয়। এ সভার সিদ্ধান্ত মোতাবেক গত সোমবার গণভবনে যান তাঁরা। হেফাজতের নেতারা জানান, সংসদে কওমি সনদকে মাস্টার্সের সমমানের স্বীকৃতির বিল পাস হওয়ার পর গত ১লা অক্টোবর সংস্থার চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর সভাপতিত্বে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।