মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সমাবেশ সফলে সিলেটে বিএনপির লিফলেট বিতরণ।। লালমোহন বিডিনিউজ
সমাবেশ সফলে সিলেটে বিএনপির লিফলেট বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সিলেট প্রতিনিধি : আগামী বুধবার (২৪ অক্টোবর) সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সফলে নগরীতে লিফলেট বিতরণ করেছে জোটের অন্যতম দল বিএনপি, সিলেট জেলা ও মহানগর শাখা। জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরু করেন তারা।
এসময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তিসহ ৭ দফা দাবীতে এবং ১১ দফা লক্ষ্য বাস্তবায়নের দাবী জানান নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ হক, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম জালিল পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, ফয়সল আহমদ চৌধুরীসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।