
শনিবার, ২০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জার্নালিষ্ট ফোরামের কমিটি গঠন, সভাপতি দুলাল সম্পাদক শংকর।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জার্নালিষ্ট ফোরামের কমিটি গঠন, সভাপতি দুলাল সম্পাদক শংকর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : পেশাদার সাংবাদিকদের সংগঠন জার্নালিষ্ট ফোরাম ভোলা জেলার লালমোহন উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১৯অক্টোবর) জার্নালিষ্ট ফোরামের ভোলা জেলা শাখার সভাপতি শাহিন কাদের এলএলবি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাছান ফাহাদ আগামী ২ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে দৈনিক ভোলার বাণীর লালমোহন উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল সভাপতি ও দৈনিক সকালের বার্তার লালমোহন প্রতিনিধি শংকর মজুমদার কে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আঃ হান্নান (দৈনিক দখিনের মুখ), মহিউদ্দিন শাহ হিরণ (দৈনিক ভোলার বাণী,) যুগ্ন সম্পাদক হাসান পিন্টু (মানবজমিন), মিজানুর রহমান (আমাদের বরিশাল,) সাংগঠনিক সম্পাদক শাহ আবদুল মোতালেব (ভোরের অঙ্গিকার), কোষাধ্যক্ষ জসিম মাতাব্বর ( আমাদের বরিশাল,) দপ্তর সম্পাদক এনামুল হক রিপন ( আজকের ভোলা), প্রচার সম্পাদক ইব্রাহিম আকাশ (ন্যায় -অন্যায়), প্রকাশনা সম্পাদক এম ইউ মাহিম (সকালের বার্তা), নির্বাহী সদস্য আবদুর রহমান (নিউজ২৪), মোঃ ফরিদুল ইসলাম, মোঃ হাসান শাহজাদা (দৈনিক ভোলার বাণী)।
কমিটিতে সাংবাদিক কবি ও প্রভাষক রিপন শান কে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।