বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী ও নগদ অর্থ বিতরণ করলেন সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী ও নগদ অর্থ বিতরণ করলেন সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : প্রতিবারের ন্যায় এবারের শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী ও নগদ অর্থ বিতরণ করেন ভোলা ৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার (১৭ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে কুশল বিনিময় করতে লালমোহন আসেন সাংসদ শাওন। লালমোহন তজুমদ্দিনের পুজা উদযাপন কমিটিও সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান শাওন।
এ সময় তিনি দু উপজেলার (লালমোহন ও তজুমদ্দিন) একাধিক পুজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের হাতে নগদ টাকা ও শাড়ী তুলে দেন। তাদের আয়োজনের যাবতীয় খোঁজখবর নেন।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ।
উল্লেখ, এবার লালমোহন উপজেলায় ১৮টি মন্ডপে পুজা উদযাপন করা হচ্ছে।