সোমবার, ৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | মনপুরা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ৬ হাজার মিটার জাল জব্দ করেছে কোষ্টগার্ড।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ৬ হাজার মিটার জাল জব্দ করেছে কোষ্টগার্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬ হাজার মিটার জাল জব্দ করেছে কোষ্টগার্ড চরমানিকা আউটপোষ্ট কন্টিনজেন্ট।
এসময় জালে আটকে থাকা ১৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আতাহার উদ্দিন জানান, মেঘনা নদী, চর বাংলা, সিকদারের চর ও চর বেষ্টিন এলাকায় অভিযান পরিচালনাকালীন নদীতে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার মিটার কারেন্ট ও ৩ হাজার মিটার সুতার জাল আটক করা হয়।
বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন’র উপস্থিতিতে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের নির্মাণাধীন অফিসের সামনে পুড়িয়ে ফেলা হয়।