বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের নানামুখী কার্যক্রম।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের নানামুখী কার্যক্রম।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্ত মা ইলিশ সংরক্ষণে গনসচেতনামূলক নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন।এ সব কার্যক্রমের মাধ্যমে ৭ থেকে ২৮অক্টোম্বর পর্যন্ত ২২দিন জনগন ইলিশ মাছ আহরণ,পরিবহন,মজুদও বাজারজাতকরণ কার্যক্রম থেকে বিরত থাকেন তার জন্য এ প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সভাপতি মো: আ:কুদদূস তেতুলিয়া নদী সংলগ্ন জয়া মাছ বাজারে জেলে ও মৎস্যজীবীদের নিয়ে ঘাটভিক্তিক সচেতনতা সভা করেছেনুু। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,ইলিশ আমাদের জাতীয় সম্পদ। তাই এর উৎপাদন বাড়ানোর জন্য সুযোগ দিতে হবে। নিষেধাজ্ঞার ২২দিন সরকার জেলেদের জন্য চাল বরাদ্ধ দিয়েছেন। এ সময় তিনি জেলেদেরকে এই ২২দিন নদীতে না যাওয়ার অনুরোধ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুস সালেহীন,গংগাপুর ইউপির সদস্য কালাম বর্দ্দার ,নসু হাওলাদার স্থানীয় গনমাধ্যম কর্মীগন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:নাজমুস সালেহীন জানান,চলতি বছর মা ইলিশ রক্ষায় উপজেলা টাস্কফোর্স কমিটি নানামুখী কার্যক্রম গ্রহন করছেন। যার ধারাবাহিকতায় ইতিমধ্যে টাস্কফোর্স কমিটি একাধিক সভায় মাধ্যমে করনীয় বিষয় নির্ধারণ করেন। উপজেলার গুরুত্বপূর্ন মাছঘাট ও বাজার সমুহে ইতিমধ্যে ব্যানার সাটানো হয়েছে। সমগ্র উপজেলায় ২দিন ব্যাপী বিষয়টি নিয়ে মাইকিং কর হবে। মাছঘাট ও মাছ বাজার সমুহে মৎস্যজীবি জেলে ও আড়ৎদারদের নিয়ে ইতিমধ্যে সচেতনামূলক সভা শুরু হয়েছে। অভিযানটি আরো গতিশীল করার জন্য ইউপি চেয়ারম্যানদের, বরফকল বন্ধ রাখার জন্য কল মালিকদের এবং বরফ কল সমুহ যাতে উৎপাদনে যেতে না পারে সেজন্য আবাসিক প্রকৌশলী ও পল্লী বিদুু্যূৎ এর জিএম কে ওই সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ না করার অনুরোধ জানিয়ে চিঠি প্রদান করা হয়েছে। এছাড়া ও বাজারে যাতে মাছ বিক্রয় করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতিদের চিঠি দেওয়া হয়েছে।