
বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দেশে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই - মেলায় এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
দেশে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই - মেলায় এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দেশের সকল শ্রেনি পেশার মানুষ শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ ও উন্নয়নের সুবিধা হয় পাচ্ছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে চতুর্থ উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী রেজা মিয়া। লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দেশের ন্যায় তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়।