বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন ও তজমদ্দিনে ৬টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন ও তজমদ্দিনে ৬টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ও তজুমদ্দিন প্রতনিধি : বঙ্গবন্ধু ও জাতির জনকের কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে দেশের বিভিন্ন উপজেলার উদ্যোগে উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
লালমোহন ও তজুমদ্দিন উপজেলার উন্নয়ন মেলা উদ্বোধন করতে একদিনের সংক্ষিপ্ত সফরে নিজ নির্বাচনী এলাকায় আসেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুটি উপজেলার উন্নয়ন মেলার উদ্বোধন করেন তিনি।
এছাড়াও লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ছয়টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি। লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকায় “লক্ষিবুড়ি পর্যটন কেন্দ্র” এর শুভ উদ্বোধন, বহুল প্রতিক্ষিত ও স্থানীয়দের প্রাণের দাবি লালমোহন উত্তর বাজার খালের উপর নতুন ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন, লালমোহন উপজেলা পরিষদে ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমের ভিত্তি প্রস্তর স্থাপন, লঞ্চঘাটে যাত্রীদের দূর্ভোগ নিরসনে পন্টুনের কাজের উদ্বোধন এবং তজুমদ্দিন উপজেলা পরিষদে ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।