বুধবার, ৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে এমপি শাওনের আগমনে আনন্দ মিছিল।।লালমোহন বিডিনিউজ
জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে এমপি শাওনের আগমনে আনন্দ মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন : লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় আসছেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রম ও সফলতা নিয়ে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে তিনদিন ব্যাপী এ মেলার আয়োজন করা করা হয়েছে। এমপি মহোদয় ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার লালমোহন পৌঁছবেন এবং জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে অভিনন্দন জানিয়ে বুধবার সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। থানার মোড় আওয়ামী লীগ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ। এ সফরে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন উপজেলার ধলীগৌর নগর সংযোগ সড়ক ও পর্যটন কেন্দ্র, উপজেলা অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন ও উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করবেন বলে দলীয় সুত্র জানায়।