শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এমপি শাওনের নেতৃত্বে শেখ হাসিনার ৭২ তম জম্মদিন পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে এমপি শাওনের নেতৃত্বে শেখ হাসিনার ৭২ তম জম্মদিন পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জম্মদিন উপলক্ষ্যে এমপি শাওনের নেতৃত্বে বিশাল আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৪ টায় আনন্দ র্যালীটি বাজার প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা এভিনিউতে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩, লালমোহন ও তজুমুদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। আগামীতে শেখ হাসিনা সরকার গঠন করতে পারলে দেশের আরো উন্নয়ন করে দেশকে উন্নত রাষ্ট্রে রুপান্তর করতে পারেেব। তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অহবান জানান। এসময় আরো বক্তব্য রাখেন ২০০১ সালে বিএনপি সরকারের সময় বিএনপির সন্ত্রাসীদের হামলায় দু চোখ হাড়ানো আঃ মালেক । র্যালী ও সমাবেশে উপজেলা যুবলীগের এক বিশাল মিছিল সভাপতি সম্পাদকের নেতৃত্বে অংশগ্রহন করে। এ ছাড়াও পৌর আওয়ামীলীগ, উপজেলা শ্রমিকলীগ, পৌর যুবলীগ,, উপজেলা সেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা ছাত্রলীগ মহিলালীগ সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মহিলা ভাইচ চেয়ারম্যান মাসুমা খানম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলীরেজা মিয়া , যুগ্ন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের সম্পাদক বাদল পঞ্চায়েত, উপজেলা যুবলীগ সভপতি ইমাম হোসেন হাওলাদার, সম্পাদক আবুল হাসান রিমন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জাকির পঞ্চায়েত, সম্পাদক আলমগীর হোসেন, পৌর যুবলীগ সভাপতি মেহের, সম্পাদক আমিনুল ইসলাম উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির বিশ্বাস,সম্পাদক জসিম ফরাজী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ, ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি / সম্পাদক বৃন্দ।