বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র রাষ্ট্র থেকে মডেল রাষ্ট্রে পরিনত করেছে- এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র রাষ্ট্র থেকে মডেল রাষ্ট্রে পরিনত করেছে- এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মিজানুর রহমান লিপু : শেখ হাসিনা বাংলাদেশ কে দরিদ্র রাষ্ট্র থেকে উন্নত মডেল রাষ্ট্রে পরিনত করেছে বলে মন্তব্য করেছেন এমপি শাওন। বৃহস্পতিবার বিকেল ৪ টায় সরকারী শাহাবাজপুর কলেজ সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে লালমোহনে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসার শিক্ষক, অভিভাবক সহ ম্যানেজিং কমিটির, সভাপতি ও সদস্যদের নিয়ে মতবিনিময় কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩, লালমোহন ও তজুমুদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন আওয়ামীলীগ সরকার করেছে। জাতীর জনক শেখ মুজিবুর রহমান দেশ মাদ্রসা বোর্ড সহ ইসলামী শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রাখেন। বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি উপজেলায় একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করন করেছে । এক সাথে প্রায় ৬/৭শ প্রতিষ্ঠান সরকারী করার সাহস কোন সরকারের হত না। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে একসাথে শেখ হাসিনা এক যোগে ২৬ হাজার রেজিঃ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করে লক্ষ্যাধিক শিক্ষক পরিবারের ভাগ্য উন্নয়ন করেছে। তিনি আরো বলেন আগামীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে এদেশের শিক্ষা ব্যাবস্থার অমূল পরিবর্তন করা হবে । তিনি বিএনপির হাওয়া ভবনকে চাদাঁবাজির আখড়া হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তারেক রহমানের চাঁদাবাজি থেকে সিএনজি ব্যাবসায়ীরাও রক্ষা পায়নি। তিনি শেখ হাসিনার একজন কর্মী হয়ে লালমোহন ও তজুমুদ্দিনের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মতবিনিময় সভায় উল্লেখ করেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষক, অভিভাবকসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মহিলা ভাইচ চেয়ারম্যান মাসুমা খানম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলীরেজা মিয়া, সিনিয়ার সহ-সভাপতি অধ্যাপক বজলুর রহমান সিকদার, যুগ্ন সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হেসেন সোহেল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, কালমা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, লর্ডহাডিঞ্জের আবুল কাশেম,লালমোহন সদরের শাহজাহান মিয়া,বদরপুরের ফরিদুল হক তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দু।