বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » মরহুম আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া।।লালমোহন বিডিনিউজ
মরহুম আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় ইসলামপুর মদিনাতুল উলুম হোসাইনিয়া মাদ্রাসায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ওই মাদরাসায় ৫৫৭ জন শিক্ষার্থীর অংশগ্রহনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসাননগর ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমাম ও কোরআনে হাফেজগন দোয়া মুনাজাতে অংশগ্রহন করেন। প্রধান অতিথি, মরহুমের বড় ছেলে বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী বলেন, আমার বাবা আজীবন রাজনীতির সাথে জড়িত ছিলেন।এলাকার মানুষের কল্যানে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। আমার বাবার রুহের মাগফেরাত কামনায় আপনারা এ অনুষ্ঠানের আয়োজন করায় আমি কৃতজ্ঞ। আপনারা আমার বাবা ও আমাদের জন্য দোয়া করবেন। আমরা ও আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া করছি। দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত বাসী করেন। এসময় প্রতিষ্ঠান প্রধান মাওলানা নুরুল ইসলাম বলেন, মরহুম আলম চৌধুরী ছিলেন ভোলা জেলার মধ্যে জনপ্রিয় একজন ভালো মানুষ, এক সময় তিনি ভোলা জেলার সব চাইতে ক্ষমতা ধর ব্যক্তি ছিলেন , কখনো ক্ষমতার অপব্যবহার করেনি, তার মৃত্যুর পর এখনো তার জন্য অনেক স্থানে মিলাদ ও দোয়া অনুষ্ঠান করছে নিজ উদ্দ্যেগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কোরআনে হাফেজ সহ সাধারন মানুষ। আমি দেখেছি তার ভালোবাসায় এখনো সাধারন মানুষ কাঁদে, মরহুম আলম চৌধুরী আমাদের মাঝে স্ম^রনীয় হয়ে থাকবে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত বাসী করুক। তিনি আরো বলেন, মরহুম আলম চৌধুরীর আদর্শে তার ছেলেরা মানুষ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মরহুমের ছোট ছেলে আওয়ামীলীগ নেতা শিহান চৌধুরী, মরহুমের নাতি ও উপজেলা আ’লীগ সভাপতি মো:জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে মো: নাবিল হায়দার, মসজিদের ইমাম, মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষক - ছাত্রসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ২৬ শে আগষ্ট ২০১৮ ইং তারিখে, আলম চৌধুরী রাত ১০ টায় তার জামাতা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার এর বাসায় ইন্তেকাল করেন। মরহুম আলম চৌধুরী দীর্ঘ ৪০ বছর ওই ইউনিয়নে সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ও ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।