সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলার শশীভূষণে ৫০পিচ ইয়াবা দুই মাদক বিক্রেতা আটক।।লালমোহন বিডিনিউজ
ভোলার শশীভূষণে ৫০পিচ ইয়াবা দুই মাদক বিক্রেতা আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণের থানার শশীভূষণ টু আটকপাট সড়কের রসুলপুর ৬নং ওয়ার্ডের এছাহাক হাওলাদার বাড়ীর সামনের রাস্তার উপর থেকে সামছুদ্দিন ভুট্রো(৩৫) ও আবু তাহের(২৮) নামের দুই মাদক বিক্রেতাকে ৫০পিচ ইয়াবাসহ আটক করেছে শশীভূষণ থানা পুলিশ।
রোববার(২৩সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।
সামছুদ্দিন ভুট্রো হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃতঃ আবুল বাসার সিকদারের ছেলে এবং আবু তাহের একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঞ্চন বেপারীর ছেলে। আটককৃত ভুট্রো ইতিপূর্বে ইয়াবাসহ একাধিকবার গ্রেফতার হয়েছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হানিফ সিকদার এই তথ্য নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রসুলপুর ৬নং ওয়ার্ডের এছাহাক হাওলাদার বাড়ীর সামনের রাস্তার উপর থেকে তাদেরকে ৫০পিচ ইয়াবাসহ আটক করে।
তিনি আরো জানান,তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনে ১৯(১ টেবিল ৭(ক) /২৫ ধারা মামলা দায়ের করা হয়েছে।