শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » উন্নয়নমূলক পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে লালমোহন।।লালমোহন বিডিনিউজ
উন্নয়নমূলক পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে লালমোহন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রতিনিধি : সরকারের যাবতীয় উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ জনতার কাছে তুলে ধরতে উন্নয়নমূলক চিত্রের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো লালমোহন উপজেলা।
আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়ের লক্ষে লালমোহন উপজেলার বিভিন্ন ছোট বড় বাজার এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঠাঁই করে নিয়েছে এসব ব্যানারগুলো।
আওয়ামী লীগের লালমোহন উপজেলার বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীগণ যার যার এলাকার আপামর মানুষের কাছে সরকারের সাফল্য তুলে ধরতে লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন উন্নয়নমূলক চিত্রসহ পদ্মা সেতু, কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্রসহ বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে আলাপকালে তাঁরা জানান, বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ^ দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। উন্নয়নে পিছিয়ে নেই দ্বীপজেলা ভোলার এক সময়ের দুর্গম দূর্গত এলাকাখ্যাত লালমোহন তজুমদ্দিনও। ২০১০ সালের একটি উপনির্বাচনের মাধ্যমে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে বঙ্গবন্ধু কন্যার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে সফল করতে বিএনপি জামাত জোট সরকারের আমলের এই দুর্গম এলাকাকে উন্নয়নের নগরীতে রুপান্তর করেছেন। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে ও নৌকা প্রতীক কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তাঁরা আরো বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীককে নির্বাচিত করে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেজন্যই আমরা আমাদের এলাকার যাবতীয় উন্নয়ন চিত্র জনগণের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।