শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রাতের আধারে পুলিশের উপর ককটেল নিক্ষেপ , পাঁচ পুলিশ আহত
লালমোহনে রাতের আধারে পুলিশের উপর ককটেল নিক্ষেপ , পাঁচ পুলিশ আহত
মিজানুর রহমান লিপু লালমোহন : লালমোহনে গভীর রাতে পলিশের উপর ককটেল নিক্ষেপ করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১১ টার সময় পৌরসভার ৪ নং ওয়ার্ড নয়ানী গ্রামে ককটেল বিস্ফোরনের শব্দ হয়। পুলিশ বিস্ফোরনের শব্দ শুনে সেখানে গেলে অনেক লোকের জটলা দেখলে পুলিশ সেখান থেকে লোক জনকে সরে যেতে বললে তারা না সরে উল্টো পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ সহ ৩/৪ টি ককটেল বিস্ফোরন ঘটায়। বিস্ফোরনে তিন এ এস আই সহ দুই পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ চার রাউন্ড ফাকা গুলি করে এবং ঘটনা স্থল থেকে আব্বাস উদ্দিন নামে একজনকে আটক করে। তার বাড়ী তজুমুদ্দিন থানার আড়ালিয় গ্রামে। সে নয়ানী গ্রামে সামসুদ্দিন মিয়ার বাসায় ভাড়া থাকে। আহত পুলিশ সদস্যরা লালমোহন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এব্যাপারে লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মীর খায়রুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন দুর্বৃত্তদের জড়ো হওয়ার মুটিভ জানা যায়নি। ধারনা করা হয় রাজনৈতিক অথবা প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য প্রায় শ,খানেক লোক জড়ো হয়ে বিস্ফোরন ঘটায়। এব্যাপারে বৃহস্পতিবার লালমোহন থানার এস আই শহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। মামলা নং ২১।