রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উন্নয়ন অগ্রযাত্রার মিছিল ও পথসভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উন্নয়ন অগ্রযাত্রার মিছিল ও পথসভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন:লালমোহন পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় লালমোহন থানার মোড় উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনের থেকে মিছিল শুরু হয়ে পৌর শহর লালমোহন বাজারের প্রধান প্রধান প্রদক্ষিন করে চৌরাস্তার মোড়ে এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি তরিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিহাদ বিন হায়দার ডিকো। পৌর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারন সম্পাদক মিজান হাওলাদারের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ঝন্টু পঞ্চায়েত, জামাল হাওলাদার, আঃ রাজ্জাক, মোঃ জসিম, সাংগঠনিক সম্পাদক সমীর দাশ, সুমন মাল প্রমুখ। বক্তারা লালমোহনে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্য নুরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দেওয়ার আহবান জানান।