শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ৯৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ৯৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এলাকা থেকে ৯৫০ পিচ ইয়াবাসহ জাকির হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এস .আই অশোক কুমার বর্মণ, হেমায়েত উদ্দিন , মোহাইমিনুল , এ এস আই সাইদুর রহমান , বশিরসহ সঙ্গীয় ফোর্স কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহবাজপুর গ্যাসফিল্ড রোডের ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়। এ সময় দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামের আমির হোসেনের ছেলে মো: জাকির হোসেনকে ৯৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। বোরহানউদ্দিন থানার এস আই অশোক কুমার বর্মন জানান, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানাতে পায়,কাচিয়া ইউনিয়নের উল্লেখিত স্থানে মাদক বেচাকেনা হচ্ছে।এমন সংবাদে তারা অভিযান চালায়।এ সময় ৯৫০পিচ ইয়াবা সহ জাকির হোসেন কে আটক করেন। বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকির হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে অনুসরণ করছিল।আজ তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।