শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে “শঙ্খমালা “কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে “শঙ্খমালা “কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে শুক্রবার সন্ধ্যায় তেতুলিয়ার কবি খ্যাত, কবি মোঃ আঃ কুদদূস এর রচিত “শঙ্খমালা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল । মোড়ক উন্মোচন উপলক্ষে শিল্পকলা একাডেমি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি মোঃ আঃ কুদদূস এর রচিত সংগীত ও কাব্য নিয়ে মনোঙ্গ একক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ তে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বোরহানউদ্দিন উপজেলার ৮ জন কৃতি শিক্ষার্থী বিজয়ী হওয়ায় তাদের সংবর্ধনা দেয়া হয়। এর আগে উপজেলা মিলনায়তন এর আধুনিকিকরণের ফলক উন্মোচন করেন এমপি মুকুল। সরকারি আবদুল জব্বার কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ আবুল কাশেম এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগ সফল সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার ,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, , ভোলা জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবিনাশ নান্দী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহাজাদা তালুকদার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, উন্নয়ন আর প্রবৃদ্ধির চাকাকে সচল রাখতে ডিসেম্বর এর নির্বাচনে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি আরো বলেন ,আ’লীগ ক্ষমতায় না আসতে পারলে দেশ ২০বছর পিছিয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজ, সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সুরের মুর্ছনায় ও নৃত্যের তালে তালে উপস্থিত দর্শকবৃন্দ বিমোহিত হন।