বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার ইলিশ সম্পদ সংরক্ষণে সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন বিষয়ক সভা।।লালমোহন বিডিনিউজ
ভোলার ইলিশ সম্পদ সংরক্ষণে সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন বিষয়ক সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা, ভোলা : ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে ভোলার লালমোহনে সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, কোস্টগার্ড দক্ষিন জোনের লে. জহিরুল ইসলাম, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুন্নবী, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা রাবেয়া শারমিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেদেরকে মৎস্য আইন সম্পর্কে সচেতন করে ইলিশ সম্পদ সংরক্ষণে গুরুপ্ত পূর্ণ ভূমিকা রাখতে তাদের নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়াও ওই এসময় জেলেদের দুঃখ দুর করতে কোস্ট ট্রাস্ট ইকোফিম প্রকল্প বিকল্প কর্ম-সংস্থানের মাধ্যমে জেলেদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, লালমাহন থানার ওসি মীর খায়রুল কবির, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক জসিম জনি, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালমা জাহান বুলু, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিম প্রমূখ।
সভা শেষে আগামী এক বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট একটি সহ-ব্যবস্থপনা কমিটি গঠন করা হয়।