বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নেশা খাইয়ে দুর্ধর্ষ ঘর চুরি - অচেতন-৬।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে নেশা খাইয়ে দুর্ধর্ষ ঘর চুরি - অচেতন-৬।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : লালমোহনে খাবারের সাথে গোপনে নেশা খাইয়ে অচেতন করে দুর্ধর্ষ ঘর চুরির অভিযোগ পাওয়া গেছে। লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডে ১২ সেপ্টেম্বর বুধবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, জীবন আলী হাওলাদার বাড়ির মাসুদ আড়ৎদারের ঘরের লোকজন রাতের খাবার খেয়ে শুয়ে পড়লে সবাই অচেতন হয়ে পড়ে। অজ্ঞান পার্টি রাতে পাকা গৃহের ভেন্টিলেটর কেটে ঘরে প্রবেশ করে স্বর্নালংকার, মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। রাত পোহালে আশেপাশের ঘরের লোকজন উঠলেও ওই ঘরের কেউ উঠেনি। পরে অন্যান্য ঘরের লোকজন এসে অচেতন হওয়া আঃ মোতালেব, মাসুদ, রুবিজা, হাজেরা, তামান্না, পিন্থু এ ৬জনকে বৃহস্পতিবার লালমোহন হাসপাতালে নিয়ে ভর্তি করে। অজ্ঞান পার্টি লালমোহনে ইতিপূর্বে আরো কয়েকটি ঘরে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। সক্রিয় এ অজ্ঞান পার্টি দমনে লালমোহনবাসি প্রশাসনের কঠোর নজরদারি ও হস্তক্ষেপ কামনা করেন।