মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিদ্যুৎ বিপর্যয়ে স্থগিত সংসদ অধিবেশন।।লালমোহন বিডিনিউজ
বিদ্যুৎ বিপর্যয়ে স্থগিত সংসদ অধিবেশন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : বিদ্যুৎ বিপর্যয়ের জন্য স্থগিত করা হলো জাতীয় সংসদের অধিবেশন। শুধু প্রশ্নোত্তরপর্ব শেষে অধিবেশন বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত মূলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। সংসদ সচিবালয় জানিয়েছে এ ধরণের ঘটনা বিরল। বিকাল পৌনে চারটার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিপর্যয় হয়। এসময় সংসদ ভবনের বেশিরভাগ ফ্লোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাঁচ টায় বসার কথা থাকলেও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন ১০ মিনিট পর শুরু হয়।
মাগরিবের নামাজের আগে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন। পরে ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। এটা ডিজাস্টার।