শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » পরকিয়ার টানে ঘরের বাহির লালমোহনের এক গৃহবধু।।লালমোহন বিডিনিউজ
পরকিয়ার টানে ঘরের বাহির লালমোহনের এক গৃহবধু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন : লালমোহন সদর ইউনিয়নের এক গৃহবধু পরকিয়া প্রেমের টানে ঘরের বাহির হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় বিরাজমান। জানা গেছে, লালমোহন ইউনিয়নের মুন্সির হাওলা এলাকার ফুলবাগিচার মৃত আঃ রশিদ মিয়ার ছেলে সবুজের সাথে ফরাজগঞ্জ ইউনিয়নের আসুলি ৭নং ওয়ার্ডের আবু তাহের মাঝির মেয়ে হালিমার প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুখে শান্তিতে চলছে তাদের দাম্পত্য জীবন। জীবিকার টানে স্ত্রী হালিমাকে নিয়ে স্বামী সবুজ ঢাকায় চলে যায়। মীরপুর-২ চাপড়া মসজিদ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সবুজ একজন গাড়ি চালক। হালিমার বাপের বাড়ির সকু দালালের ছেলে শাকিল নামের একজন ঢাকায় দাড়োয়ানী চাকরি করার সুবাদে হালিমাদের বাসায় প্রায় সময় যাতায়াত করত। ড্রাইভিং ডিউটির কাজে সবুজ বাসা থেকে বের হয়ে গেলেই শাকিল ওই বাসায় আসত। এভাবে তাদের মধ্যে অন্যরকম সম্পর্ক তৈরি হয়। ওই এলাকায় শাকিল ও হালিমার পরকিয়া সম্পর্কের কথা ছড়িয়ে পড়লে এ কথা সবুজের কানে আসে। সবুজ এতে বাধা দিলে শাকিল তাকে দেখিয়ে দিবে বলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে ২৯ আগস্ট সবুজ বাসায় না থাকার সুযোগে হালিমা এক লক্ষ আশি হাজার টাকাসহ স্বর্নালংকার, প্রয়োজনীয় মালামাল ও কাগজপত্র নিয়ে উধাও হয়ে যায়। এদিকে খোঁজাখুঁজির সময় শাকিলকেও তার কর্মস্থলে ও বাসায় পাওয়া যায়নি। এ ঘটনায় রাজধানির মীরপুর মডেল থানায় সবুজ বাদি হয়ে একটি জিডি করে। যার নং ১৯৫২, তারিখ : ২৯/০৮/২০১৮ইং।। সবুজের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনকে বিভিন্নভাবে হুমকি দেয় ঘরের বাহির হওয়া গৃহবধু হালিমার পিতা আবুতাহের। এদিকে বিভিন্নভাবে সবুজকে হুমকি দিচ্ছে শাকিল। স্ত্রীকে হারিয়ে ও নানারকম হুমকি ধামকিতে অসহায় হয়ে পড়েছে সবুজ। ভুক্তভোগী সবুজ ও তার পরিবার এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।