
বুধবার, ২৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা-লক্ষ্মীপুর রুটে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে যাত্রী পারাপার।।লালমোহন বিডিনিউজ
ভোলা-লক্ষ্মীপুর রুটে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে যাত্রী পারাপার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে নিষেধাজ্ঞা অমান্য করে উত্তল মেঘনায় ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পারাপার করছে স্থানীয় একটি চক্র। ইলিশা ঘাটে এ ব্যবসায় জড়িত রয়েছে নুরুল ইসলাম, সবুজ, মোসলেউদ্দিনসহ একটি গ্রুপ। এদের সেল্টারে রয়েছেন সরোয়ার্দ্দি মাস্টার। যাত্রী প্রতি দুইশ থেকে তিন’শ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এক এক ট্রলারে দেড়শ থেকে ২’শ যাত্রী তোলা হচ্ছে। এমন অভিযোগ যাত্রীদের। এদিকে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটকে কোস্টাল ডেঞ্জার রুট হিসেবে চিহ্নিত করে বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ওই রুটে সি-সার্ভে সনদ ব্যতিত অন্য সব ধরনের নৌ-যানে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে নৌ-মন্ত্রনালয়। এ রুটে বিআইডব্লিউটিএ’র অনুমোদিত ৪টি সি-ট্রাক, দুটি বড় লঞ্চ চলাচল করছে বলে জানান, বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক। কোন প্রকার ছোট বা ট্রলারে যাত্রী বহন করা যাবে না বলেও জানান ওই কর্মকর্তা। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ট্রলার চলার অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।