মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি।।লালমোহন বিডিনিউজ
ভোলায় অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলার পশ্চিম ইলিশা এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের । মঙ্গলবার ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদুর চর গ্রামের বদ্দারবাড়ি জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, মঙ্গলবার ভোরের দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ব্যবসায়ী মোঃ জুয়েলের মুদি দোকানে আগুন লাগে। পরে তার মুরগির দোকান ও মুদি দোকানের গোডাউনে আগুন ছরিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর জন্য চেষ্টা করলে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে কিন্তু ততক্ষনে একটি মুদি দোকান, একটি মুরগীর দোকান ও একটি গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়। এতে দুইটি দোকান ও একটি গোডাউনের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মোকতার হোসেন বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি তবে ক্ষতি গ্রস্ত কেউ এখনো আমাদের কাছে আসেনি।