
সোমবার, ২০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » আ’লীগ আবার ক্ষমতায় এলে দেশে কোন গৃহহীন পরিবার থাকবে না-চরফ্যাশনে ভূমি প্রতিমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
আ’লীগ আবার ক্ষমতায় এলে দেশে কোন গৃহহীন পরিবার থাকবে না-চরফ্যাশনে ভূমি প্রতিমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি :ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আ’লীগ আবার ক্ষমতায় এলে বাংলাদেশে কোন ভূমিহীন পরিবার গৃহহীন থাকবে না। গৃহহীনদের পূর্ণ বাসনে পর্যাক্রমে গৃহনির্মাণের লক্ষে সরকার কাজ করছে। আ’লীগ সরকার আবারও ক্ষমতা আসলে কোন ভূমিহীন পরিবার খোলা আকাশের নিচে বসবাস করতে হবে না।
রবিবার বিকেলে চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে আশ্রয়ন প্রকল্পের জমির দলিল হস্তান্তর ও নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এপি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে আহব্বান জানান।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় স্বাধীনতার পরে কোন মন্ত্রী ছিলো না, কোন এলাকার উন্নয়ন করতে হবে ১৫/২০ বছর ধারা বাহিক নেতৃত্ব দরকার। আগামীতে আমাকে যদি আপনারা আবারও বিজয়ী করেন তাহলে আমি চরফ্যাসন ও মনপুরা বাসীর দাবী করার মতো কোনো উন্নয়ন কাজ বাকী থাকবেনা।
সভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদন আকন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমূখ।